পিতার আশা
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

অভাব ছিল ঘরে তাদের নিত্য দিনের সাথে,
তিনবেলাতে জুটত না যে অন্ন কটা তাতে।


গরীব পিতা আশায় থাকে দুঃখ যাবে চলে,
থাকবে না যে অভাব তাতে ছেলে মানুষ হলে।


অভাবের ঐ সংসারেতে ভাত নেই যে পেটে,
পড়ালেখায় চালানো তাই সাজে কি আর খেটে ?


মামার আছে অট্টালিকা টাকাপয়সা সবে,
ছেলেকে তাই পাঠিয়ে দিবে মামার বাড়ি তবে।


তাইতো পিতা ঠিক করেছে মামার বাড়ি দিবে,
ছেলে সেথায় মানুষ হলে আশা সফল হবে।


মামার বাড়ি এসেই ছেলে পাঠে মন যে দেই,
লেখাপড়ায় গুণেমানেই সেরাই হল সেই।


জ্ঞানেগুণেই অনেক বড় হল যখন সেই,
বাবার আশা পূরণ হল উকিল হল যেই।


তাং -৩০/১১/১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।