কঠিন জল
- এস.এম. আরিফ - গান
জল পড়ে স্থলে ,জলই হয় স্থল
জল যে আমার আসল রূপ
স্থল মানেই জল! গুরু গো ,স্থল মানেই জল!
.
এ জল খুজে পাওয়া বড়ই কঠিন!!
হয়না মিশাইয়ে তেল জলে!
এ যে এক কঠিন তর জান্নাতী লহর ....!!
.
জল পুত, জল পবিত্র, জলেই যাদের আশ...
দুই মিনিট লাগে না কারও হতে সর্বনাশ !!
জলে স্থলে মিশামিশি!! জঙ্গলের ভেতরে,
চোখ বাধা অবস্থায় বসায় জান্নাতী আসর !
.
এ জল খুজে পাওয়া বড়ই কঠিন!!
হয়না মিশাইয়ে তেল জলে!
এ যে এক কঠিন তর জান্নাতী লহর ....!!
.
দুইজনে হাজারটা হয়! আবার
দশজনে না আনতে পারে একজনেরে হায়!!
.
এ জল খুজে পাওয়া বড়ই কঠিন!!
হয়না মিশাইয়ে তেল জলে!
এ যে এক কঠিন তর জান্নাতী লহর ....!!
.
ষাট হলে.. বা উনষাটেও হয়
আন্দাজ করা ভেঙে , তালা পরলে হায়!!
যখন তখন যেথা সেথা !! আন্দাজ করা ভাল না ..
সময় গেলে আন্দাজি আর লাভ হবে না!
এ জল খুজে পাওয়া বড়ই কঠিন!!
হয়না মিশাইয়ে তেল জলে!
এ যে এক কঠিন তর জান্নাতী লহর ....!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।