বাংলার ছেলে
- এস.এম. আরিফ - স্বদেশ
.
আমি তোমার কলে জম্মেছি মা
মানুষ ,রোদ্দুর পথে হেটে !
আমি তোমার দুগ্ধ পান করি মা,
গান করি দাঁড় বেয়ে !
.
আমি তোমার আলোয় কবিতা পড়ি,
হেসে খেলে হই বড়!
আমি তোমার বুকে মাথা লুকায়,
হই লজ্জায় জড়োসড়ো!
.
আমি তোমার আঁচলে মুখ মুছি মা,
আর বাংলায় কথা কই!
আমি তোমার ধূলিতে মিশে-গিয়ে,
আরো সুঠোম দেহি হই !
.
আমি তোমার ছেলে, ঘরকুনো বলে,
ভেবো না মা আমি শান্ত!
আমি তোমার জন্য হতে পারি মা
যুগ-যুগের রণ ক্লান্ত!
.
আমি তোমার জন্য রক্ত-সাগর
দিতে পারি মা পাড়ি !
আবার- আমি মা তোমারই ছেলে ,
যে তুলে খেতে নাহি পারি!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।