প্রশ্ন
- কবির সরদার ২৭-০৪-২০২৪

বিজয়ের এ মাসে বাংলার দামাল ছেলে
বিজয়ের হাসি এনেছে কেরে,
খেলা করে নয়;
রক্ত দিয়ে!

বিজয়ের এ মাসে স্বাধীনতা এসেছে
ভেসে ভেসে নয়;
অশ্রু দিয়ে!

বিজয়ের এ মাসে মুক্ত হয়েছে আমাদের ভূমি
সহজে তা নয়;
সম্ভ্রম দিয়ে!

বিজয়ের এ মাসে আনন্দ এসেছে বাংলার বুকে,
কোন মামুর হাতে নয়;
মায়ের কলিজা ছিঁড়ে!

তবে এখনো কেন বাংলার বুকে
রক্ত ঝড়ে, কান্না চলে, সম্ভ্রম যায়
আর মায়ের কলিজা ছিঁড়ে????

(০১/১২/২০১৭ /

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।