দুঃখের মাঝে সুখ
- এস.এম. আরিফ
উপরি টাকা তৃপ্ত আশা,
কারণ দানের চির করুনা!
হতাশ হলে খুজে আমায়,
প্রাপ্তি ঘটলে করুনা দেখায়!
বেশী বুঝলে ছুড়ে ফেলে দেয়,
দুঃসময়ের কথা ভুলে যায়!
.
সারা পায়ে কাটা ফুটলে,
ভোতা কাটাই সুখ দেয়!
কম তীব্রতায় সুখ খুজে নেওয়া,
দান বাক্সের বৈশিষ্ট্য হয়!
.
বড় গুণা করে করলে করুনা,
এতো ভারী বোঝা কষ্টকর!
একটু হেসে দিলে পয়সা,
সর্বচ্চো সুখ খুজে পায়!
সকলে তখন হেসে বলে,
কী বাক্স তর কষ্ট নাই?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।