লাল পাখি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

লাল পাখি কোথায় যাও উড়ে
একটু ভালবাসা দিয়ে যাও
বক্ষ যাচ্ছে যে মম পুড়ে,
লাল পাখি চক্রবালে কি করো
করছো কেন চক্রাবর্ত,
ভালবাসা দিয়ে পূরণ করো
আমার মনের আর্ত?
.
লাল পাখি ও লাল পাখি
করো নাকো জারিজুরি,
ভালবাসার পালক দিয়ে
ললাটে দাও একটু সুড়সুড়ি?
.
লাল পাখি পূরণ করো
মোর অভিলাষ,
তোমার স্পর্শ চাই
নচেৎ হবো যে জিন্দা লাশ?
.
লাল পাখি কি পারিতোষিক
চাও তুমি
বল শুধু একবার!
একটু ভালবাসা দাও
আমার স্বপ্ন করো নাকো ছাড়খার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-১২-২০১৭ ১৯:০২ মিঃ

লাল পাখি ও লাল পাখি
করো নাকো জারিজুরি,
ভালবাসার পালক দিয়ে
ললাটে দাও একটু সুড়সুড়ি?