ফেসবুক
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ফেসবুক আছে বলেই মেয়েদের এ্যাত্ত কদর
ফেসবুক আছে বলেই ছেলেরা এ্যাত্ত ভোঁদর,
ফেসবুক আছে বলেই মেয়েরা এ্যাত্ত লাকি
ফেসবুক আছে বলেই ছেলেরা খায় প্রেমের ফাঁকি।
.
ফেসবুক আছে বলেই মেয়েরা বসায় প্রেমের হাঁট
ফেসবুক আছে বলেই ছেলেরা নেয় আলগা পার্ট,
ফেসবুক আছে বলেই মেয়েদের গাল বাঁকা পিক
ফেসবুকের এমন দৃশ্য দেখে প্রেম পাগলা হয় সিক।
.
ফেসবুক আছে বলেই
মেয়ের হাতে প্রেমের ফুল ঝুড়ি,
ফেসবুক আছে বলেই ছেলের প্রেমের কুড়কুড়ি?
.
ফেসবুক আছে বলেই জরিনা হয়েছে এ্যান্জেল
ফেসবুক আছে বলেই মেয়ের পিক দেখে
ছেলে হয় হার্ট ফেল?
.
ফেসবুক আছে বলেই বাবা- মার আলগা যন্ত্রণা
দিনমান ছেলে- মেয়ে কে দিতে হয় মন্ত্রণা।
.
ফেসবুকের আছে বলে প্রেমের এ্যাত্ত অবক্ষয়
সর্বক্ষণে ফেসবুকে হয় চুম্মা- চুম্মি,
আহ্ ফেসবুকের জয়
সত্যিকারের ভালবাসা সবার মনে হয়েছে লয়?
.
.
রচনাকালঃ ৮:০৬-৮:১৯পিএম
♦৪/১২/২০১৭সোমবার
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৪-১২-২০১৭ ২২:২৫ মিঃ
ফেসবুক আছে বলেই মেয়েদের এ্যাত্ত কদর
ফেসবুক আছে বলেই ছেলেরা এ্যাত্ত ভোঁদর,
ফেসবুক আছে বলেই মেয়েরা এ্যাত্ত লাকি
ফেসবুক আছে বলেই ছেলেরা খায় প্রেমের ফাঁকি

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।