কবিতার জন্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কবিতার জন্য বাবা- মার গালি খেয়েছি
বন্ধুদের কত উপহাস গুনেছি
কবিতার জন্য ভার্সিটিতে পরীক্ষা দেই নি
কবিতার জন্য ধামরাই সরকারি কলেজে বাংলা বিভাগে অর্নাস ভর্তি হয়েছি।
.
কবিতার জন্য ঢাকায় আসা
কবিতার জন্য অকূল পাথারে ভাসা।
কবিতার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের
লাখ মানুষ উপেক্ষা করে প্রিয় মানুষের কাছে আসা।
.
কবিতার জন্য অচেনা ঢাকার বুকে অষ্ট মাইল হাঁটা
কবিতার জন্য আজ আমার অলীক ল্যাঠা।
.
কবিতার জন্য ধবল রাণীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ
কবিতার জন্য কালো রাণীর হয়েছি সাগরেদ।
.
কবিতার জন্য কত করেছি কষ্ট
কবিতার জন্য নিজ হাতে করেছি নিজের ভাগ্য নষ্ট,
সব কিছু করেছি কবিতার জন্য
যত্ত বাধা বিপত্তি আসুক তবুও আমি ধন্য
কবিতা যে আমার আসল প্রেমিকা থাক না ঘরে দৈন্য
তবুও আমি আজীবন কাজ করব কবিতার জন্য?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৫-১২-২০১৭ ১০:০৪ মিঃ

নিজ সম্পর্কে লেখা..... না বুঝলে কি করার কবি সাহেব

০৫-১২-২০১৭ ০৯:৪৭ মিঃ

বাহ...!!
কলমের কালি খরচ করলেই বুঝি কবিতা...?
তাহলে তো হাতে খড়ি নেওয়া মাত্রই;
যে কেউ কবি হয়ে উঠবে !

০৫-১২-২০১৭ ০৯:৩২ মিঃ

৯ মিনিটে লেখা