তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৩৯
- অনির্বাণ মিত্র চৌধুরী ২৫-০৪-২০২৪

যতোই দূরে রাখো,
আমি তোমার কাছেই যাবো
যতোই ভূলে থাকো,
আমি তোমারই গান গা'বো।

মন পাঁজরে খুব আদরে
পুষছি তোমায় রোজ
আলসে ক্ষণে সংগোপনে
রাখছি মনের খোঁজ।

তুমি হাসলে ভালোবাসলে
মন পাড়াতে রোদ
নোনা জলে তুমি ভাসলে,
ভাসছি আমি খোদ।

তোমার জন্যে মন অরণ্যে নিবিড় অনুভব
তোমার জন্য জীবন যেন মনে হয় উৎসব।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।