নামে বাঙ্গালী
- কবির সরদার ২৬-০৪-২০২৪

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
ভাষার জন্য শহিদ হয়েছিল ছাত্র জনতা যেদিন।

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
স্বাধীনতার ডাক দিয়েছিল বঙ্গবন্ধু যেদিন।

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
দেশ স্বাধীন হয়েছিল যেদিন।

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
জাতির জনককে হত্যা করেছিল যেদিন।

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
বাংলার সূর্য সন্তানদের হত্যাকরা হয়েছিল যেদিন।

তুমি কি বাঙ্গালী?
তবে কি জান,
কত তারিখ ছিল সেদিন?
বিজয় ছিনিয়ে এনেছে বীর বাঙ্গালী যেদিন।

বলে নাই তো কেউ কিছু এতদিন ;
আসলে আমরা নামে বাঙ্গালী কামে বিলাতি,
এটাই আমাদের মেকি সংস্কৃতি!!

(০৫/১২/২০১৭)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।