অভিমানের কারণ
- ওমায়ের আহমেদ শাওন

জানি তো, কেন অমন অভিমান করে চলে গেলে ?
তব বিশ্বাস ছিল; পথ ফেরাবো বলে।
অভিমানের মাঝেও ভালবাসা লুকায় অনুরাগে
তা দেখাতে হয়ত ইচ্ছে জাগে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।