এসো ধর্ম কে নিষিদ্ধ করি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তুমি হিন্দু তাতে কি আসে যায়
আমার তনু- মন তোমার তরে যে মিশতে চায়।
আমি মুসলিম তাই মম ভালবাসা করো না সমীক্ষণ
আমি যে তোমায় নিভৃতে ভাবি সারাক্ষণ?
.
এসো দেবী ধর্মের নিগড় ভেঙ্গে ফেলে
ভালবাসার কেতন উড়াই
আলিঙ্গনে - মিষ্টি চুমুতে ধর্ম কে পোড়াই?
.
ধর্মের কথা ভেবে বৃদ্ধি করো নাকো শিরঃপীড়া
এসো হাতে রেখে হাত নেই্ ভালবাসার কিরা?
.
ভালবাসা দিয়ে করো নিজেকে পরিষ্কার,
প্রেম ইতিহাসে নতুন করে জায়গা নেই
এসো নতুন ইতিহাস করি আবিষ্কার?
.
শশব্যস্ত হয়ে নাকো ধর্ম কে নিয়ে
এই ধর্ম তোমার - আমার লক্ষ প্রেমিকের ভালবাসা নিয়েছে ছিনিয়ে?
.
এ আমার লুব্ধ বচন নয়
আমি তোমায় ভালবাসি এ তনু- মন বারংবার কয়।
.
মৌনী হয়ে থেক না দেবী
মেদিনীনির বুকে ভালবাসা কে দিবো সম্মান,
তুমি একটু সারা দাও ভালবাসার বাঁচাই প্রাণ?
.
এসো একটু আলিঙ্গন করি
আমার ভালবাসা গুলো মাখিয়ে দেই তোমার অঙ্গে
আনন্দ গুলো ইচ্ছামত তোমার উদরে ভরি
এসো দেবী মেদিনীর বুকে ধর্ম কে নিষিদ্ধ করি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০৭-১২-২০১৭ ১১:২০ মিঃ

ভালবাসার কোন ধর্ম নেই ভালাসায় একটি ধর্ম।
.
- ফাইয়াজ ইসলাম ফাহিম

০৭-১২-২০১৭ ১০:৪০ মিঃ

কে বলেছে তুমি মুসলিম...?

০৬-১২-২০১৭ ১৮:০২ মিঃ

তুমি হিন্দু তাতে কি আসে যায়
আমার তনু- মন তোমার তরে যে মিশতে চায়।
আমি মুসলিম তাই মম ভালবাসা করো না সমীক্ষণ
আমি যে তোমায় নিভৃতে ভাবি সারাক্ষণ?