ধর্ম পাগল
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম পাগল মানুষ গুলো
আস্ত একটা বুদ্ধ,
কবে এদের ধ্যান- ধারণা
পরিবর্তন হবে মস্তিষ্ক হবে শুদ্ধ।
.
ধর্ম নিয়ে কেন এ্যাত্ত টানাটানি
ধর্মের জন্য কিসে আজ এ্যাত্ত হানাহানি?
ধর্ম থাকবে ধর্মের মত
পালন করবেন ধর্মের বাণী
কিসে আজ ধর্মের মান- সম্মান করছেন হানি।
.
ধর্ম নিয়ে এ্যাত্ত উন্মাদ হওয়ার আছে বা কি
ধর্ম নিয়ে খেলবেন না ছি! ছি!
ধর্ম হল পবিত্র
বিধাতার দান
ধর্ম কে প্রতীতি করুন ধর্মান্ধ হয়ে সঁপিবেন না নিজের প্রাণ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-১২-২০১৭ ২১:৪৫ মিঃ

ধর্ম পাগল মানুষ গুলো
আস্ত একটা বুদ্ধ,
কবে এদের ধ্যান- ধারণা
পরিবর্তন হবে মস্তিষ্ক হবে শুদ্ধ।
.