লাজ
- pijush kanti das

"লাজ"
---------------------------------------------
পীযূষ কান্তি দাস
---------------------------------------------
মিষ্টি বকুল বললো ডেকে "পারুল সোনা বোন ,
আয় এদিকে দুইডা কথা বলছি তোরে শোন ।
মানুষগুলান নেই রে মানুষ করছে শুধুই ভুল ,
ছিঁড়ছে তারা ক্যামন করে কচি কচি ফুল !
বিবেক তাদের নেই রে এখন মনুষ্যত্বও শেষ ,
মন হয়েছে মরুভূমি নেই সবুজের লেশ ।
বড়ো -ছোট মানে না রে আদিম রিপুর টানে ,
ভগবানের শ্রেষ্ঠজীব ক্যামনে সবাই মানে ?
খায় না পশু স্বজাতির ওই মাংস কোন দিন,
আজকে দেখি মানুষ হলো তাদের থেকেও হীন ।
করে তারা জ্ঞান থাকতেও এমনধারা কাজ ,
পশুকুলও দেখলে পরে পাবে বিষম লাজ" ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।