সামান্য ক্ষতি
- কবির সরদার
ভেঙেছে কিছু বসত ভিটা তার সাথে দালান কোঠা;
তাতে কি!
ভেঙেছে কিছু মক্তব আর মন্দির তার সাথে মসজিদ;
তাতে কি!
ভেঙেছে কিছু জনপদ আর স্কুল তার সাথে সাঁকো-পুল;
তাতে কি!
ভেঙেছে কিছু ছোট খাট বাজার তার সাথে মাজার;
তাতে কি!
ভেঙেছে কিছু রাস্তা ঘাট তার সাথে ফসলের মাঠ;
তাতে কি!
মানুষ তো কোথাও মরে নি!!
স্বাধীন দেশের প্রজা তারা
এ দেশেরই উজির মোরা
করে দিব কিছু সুবিধা
তাহলে তো পুষে যাবে ক্ষতিটা।
এখন থেকে দিতে হবে না আর খাজনা,
প্রচার করে দাও দিয়ে ঢোলে বাজনা,
ঘুচে যাবে তোমাদের যতশত ক্ষতি,
আমরা তোমাদেরই ভোটে মহারথী।
(০৮/১২/২০১৭)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।