আমি তোমারই ছেলে
- কবির সরদার ২৪-০৪-২০২৪

মা, আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে।

কীর্তিনাশার পারে ছোট ছোট গাঁয়ে
যত তরুলতা আছে সবাই জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ।

বাজার হাটে রাস্তা ঘাটে ছোট কোন মাঠে
চৌমাথা তেমাথা সবাই জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ॥

পদ্মার পারে ভাঙ্গাচুরা হাটে
ছোট ছোট চরে দোল খাওয়া ঘাসে সবাই জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ॥

ফসলের মাঠে ধুলিকনা জানে
খেলার মাঠে দূর্বাঘাসে সবাই জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ।

বড় ছোট বিলে শ্যাওলারা জানে
শাপলা সালুক ধানে শামুকেরা জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ।

পুকুর দীঘির পারে হেলেঞ্চা লতা জানে
ছোট ছোট খালে কলমিলতা জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ।

ঝোপঝাড় জানে ছোট বড় বাগানে
পশু পাখি জানে তরুশির জানে,
আমি তোমারই ছেলে
আমি তোমারই ছেলে ।

আর পারি না দুরে দুরে ঘুরে!
এবার নাও না টেনে তোমার বুকে।
আমি তোমারই ছেলে
মা, আমি তোমারই ছেলে ॥

(১১/১২/২০১৭)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Kabir_65
২৫-০২-২০১৮ ১০:৫২ মিঃ

প্রাণ প্রিয় মাতৃভুমি ছেড়ে জীবিকার তাগিদে আমাদের দূরে থাকতে হয়। কিন্তু মাতৃভুমির টানে বুকের ভেতর হাহাকার করতে থাকে। কবিতায় কবি মনের এই আক্ষেপ কেই প্রকাশ করেছেন।