বিচিত্র -আট
- ফয়েজ উল্লাহ রবি
প্রকৃতি তার তার নিয়মে চলছে বারো মাস,
কারো জন্য সেই অশির্বাদ ফের কারো সর্বনাশ।
যে জলে জ্বলে আগুন, সে আগুন জ্বলে জীবনে
চোখের জলে রেখে আগুন পোড়েনা চোখ মরণে ।
মরে গেল মনুষ্যত্ব মানুষ আজ নেই মানুষ রূপে
এখন এটাই চির সত্য ! গন্ধ ছড়ায় না নকল ধুপে ।
মশাল হাতে যখন অসুর দল দখলে নেয় স্বর্গ
দেবতা অসহায় নিরুপায় বাধ্য হয় করতে খর্ব ।
আবার বিশ্বে সব নরপশুর দল হয়ে একজোট
দখলে নিচ্ছে "মানবতা" তবু পাচ্ছে তারা ভোট ।
অক্টোঃ-ডিসেঃ ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।