ব্যবধান
- অনির্বাণ মিত্র চৌধুরী
প্রভাতী সূর্য হাসে তোর জানালায়
আমার ভোর? — রাত জেগে পাহারায়।
উদাস দুপুর তোর মাতাল হাওয়ায়
আমার দু'চোখে দুঃস্বপ্নরা হাতড়ায়।
গোধুলীতে তোর মায়াবী সাজে আকাশ
আমার সিক্ত চোখে ঝাপসা চারপাশ।
পাখির ডানায় চড়ে তোর সন্ধ্যা নামে
দুশ্চিন্তার রেলগাড়ি আমার ক্লান্ত হয়ে থামে।
জোছনায় মাতোয়ারা ব্যালকনি তোর
আমার উঠোন জুড়ে অমাবস্যার ঘোর।
তোর গা ছুঁয়ে মেতে উঠে সুধাংশুর আলো
আঁধারের যাত্রী আমি, আঁধারেই আছি ভালো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।