ব্যাধি
- ইবরার আমিন - পৌরাণিক ঘাসফড়িঙের ডানা বেলোয়ারি

একটি নিঃশব্দ রাত, একজন আঠারো বছরের নারী,
ভয়ার্ত কালো রাত, ছদ্মবেশী দুজন প্রহরী !
একটি বোবা কান্না, পিশাচদের উল্লাস,
অবচেতন কিছু সময়, তারপর একটি লাশ !

একটি সকাল, কিছু সাংবাদিক, অনেক ভীড়
অনেক মানব বন্ধন, সমালোচনা, ফেইসবুক ঝড় !
একটি ধর্ষণ, আসামী নেই, গোলটেবিলে আলাপন,
বিচার চাই, ভুলে যাই, অন্য বিষয়ে মানব
বন্ধন !

একটি মেয়ে, একটি বাগান, আরেকটি লাশ,
একজন নারী, ওড়নায় টান,
গলায় ফাঁস !
উলঙ্গ মানবতা, বিষাক্ত মানুষ, ঘুমন্ত ক্ষমতা,
অমানুষ হাসে, মানুষ কাঁদে, এটাই বাস্তবতা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।