এমন রাষ্ট্র চাইনি
- ইবরার আমিন - সাহিত্য জানালা

রাষ্ট্র আপনি ঘুমিয়ে থাকুন;
আপনার সিলেবাসের অনুচ্ছেদের কালো বর্ণ নিখোঁজ,
প্রতিটি পৃষ্টা সাদায় অবশিষ্ট থাকুক !
ওদিকে নিখোঁজ হোক উঠতি বয়সী কিশোরী,
ধর্ষিতা শিক্ষিকার গলায় স্থান পাক ঝুলন্ত
শাড়ী !

রাষ্ট্র আপনি চুপসে থাকুন আবার,
নতুন ইস্যু তে তনু হত্যার বিচার হয় না আর !
আফসানাদের রক্তাক্ত শরীর দেখেও আপনার আফসোস হয় না,
আপনাকে রাষ্ট্র নামকরণে মুক্তিযোদ্ধা দু'বেলা খাবার পায় না ।

রাষ্ট্র আপনি চেয়ে থাকুন,
কিভাবে আপনার পিঠে দূর্নীতির আসর বসে,
কিভাবে বীরঙ্গনা কে তাচ্ছিল্য করে !
ঘুমের ঘরে মানুষ খুন হয় আপনার খবর থাকে না,
খুনি পরিচিত মুখ বলে তার শাস্তি হয়
না ।

রাষ্ট্র,
আপনার মর্যাদার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন কে উত্‍সর্গ করেছে !
আফসোস, আজ আপনি নিজের জন্য স্বার্থপর,
এমন রাষ্ট্র চাইনি,
যে রাষ্ট্রের মানুষ নির্ভয়ে ঘুমিয়ে জেগে দেখে না ভোর !
স্বাধীনতার পর যেখানে আজ স্বাধীনতা নেই,
যেখানে নিয়মহীন মানুষ খুন হয় ধর্ষনের বিচার নেই,
এমন রাষ্ট্র তো চাইনি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৯-০৬-২০১৯ ১১:১৮ মিঃ

বাহ...খুব সুন্দর