হৈমন্তী বিদায়
- প্রবীর রায়
শরত শেষে হৈমন্তী এলো,অঘ্রাণের ঘ্রাণ মাঠে,
চাষিড় ঘর গোলাই ভড়ে,সূর্য বসে পাটে।
পাকা ধান নুইয়ে পরে,শিশিরে ভেজে বাগান,
শূন্য মাঠে দুঃখ গ্রাসে,এযে হৃদয়ের টান।
শীতের আমেজ হিমেল পরশ,উঁকি দেয় ঋতু শেষে,
সরীসৃপেরা ব্যস্ত যোগাড়ে,শেষ রশদ ঘুম দেশে।
বিদায় নেবে গাছ গছালি, বাহারি পাতা ঝড়ে,
শীত বস্ত্রের চাদরে মোড়ে,ধরার সকল ঘরে।
গুপ্ত বেদনা বাক্সে বন্দি, নবান্ন পূজোর সাজে,
অক্লান্ত শ্রম হেসে জানাই,ফিরবো মেঘের ভাজে।
ব্যথার ডালি নিয়ে হৈমন্তী,ছাড়িলো প্রকৃতি সংসার,
ধরণীমা ফেরাবে আঁখি মুছে,দেবে প্রেম উপহার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।