শিশুর প্রশ্ন
- প্রবীর রায়

বিধাতা আমার একটি প্রশ্ন,আমি তোমাদের সন্তান,
গর্ভে ধরেছো বংশ প্রদীপ, আমাতে তোমাদের জান।
ছোট্ট আমি হাসবো খেলবো, সময়ের সাথে চলবো,
অচল দিনে সাহস যোগাবে,মুখটি তুলে বলবো।
ছেলে হইবা মেয়ে হই,দেশের আগাম শক্তি,
নিজ অধিকার মোর পাওনা, প্রশ্নে হয়োনা বিরক্তি।
তোমার,বাবার ভিন্ন স্বপ্ন,আমার অন্য আশা,
বলবে হতে ডাক্তার,ইঞ্জিনিয়ার, মন কাঁদানো ভাষা।
হতে হবেই ফার্স্ট ক্লাসে,করিবে সরকারি চাকুরী,
খেলা বন্ধ পড়বে সারাদিন, চলবেনা ছল চাতুরী।
জন্ম দিয়োছো বলেকি শাসক ! বন্দী স্বাধীনতা পরাধীন,
উচ্চাকাঙ্ক্ষা প্রেমে পুড়িয়ে,বাঁচতে দাও সমাজে স্বাধীন।
আমার প্রতিভা অন্য কলাতে,করোনা ভ্রষ্টে নষ্ট,
সভ্য সমাজে পাষাণ আচার,হানে শিশু ব্রেনে কষ্ট।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।