বিজয়ের কবিতা
- ফারহীন হক ন্যান্সি - স্বাধীনতার স্বাদ ১৭-০৪-২০২৪

স্বাধীনতা তোমার বয়স কত?
হাতে গুনা ছেচল্লিশ বছর;
স্বাধীনতা কি দিয়েছ তুমি এ ছেচল্লিশে?
দিয়েছি বাঙালির প্রজন্ম,উজ্জ্বল ভবিষ্যৎ ,
সোনালি ধান,কৃষাণের হাসি,নারী-ভগ্নির সম্মান,
লাল-সবুজের পতাকা,জাতীয়তা,বাঙালি বলে যে পরিচয় তোমার এ কোথা থেকে পেয়েছ বৎস?
নয়টি মাসের যে যুদ্ধ তাকে কি বলে জানো?
স্বাধীনতার যুদ্ধ;
নাহ,এটি সেই ভ্রুনের যুদ্ধ,
যে পৃথিবীর আলো দেখবার আগেই
মায়ের পেটে রক্তাক্ত হয়েছিল,
এটি সেই বৃদ্ধার ছানি পড়া চোখে
শহীদ সন্তানের চিলখাওয়া শবের দৃশ্য,
এটি অষ্টাদশীর দেহপল্লবে নখের আঁছড়,বেয়নেটের খোঁচা,কামড়ের দাগ,কালো নীল আঘাতের চিহ্ন,
এটি সেই যুবতীর স্বামীর সামনে কুমারিত্ব খুবলে খুবলে খাওয়া,হানাদারের অট্টহাসি,স্বান্তনার কান্না যুদ্ধ,
এটি পতিত দেশের বক্ষে লাখ লাখ যুবকের বিকলাঙ্গ দেহ,কাঁটাছেড়া অঙ্গ, মেধাবীর গর্দান,
গুনীর মাটিতে পুঁতে ফেলা একেকটি শব যুদ্ধ,
এটি সেই মায়ের,অনাগত শিশুর,বৃদ্ধা বাবার চিৎকার,
এটি আমার পিতার লাশ, এটি আমার ভাইয়ের রক্ত,এটি আমার মাতার ত্যাগ,এটি আমার ভগ্নীর সম্ভ্রম, এ যুদ্ধের, এ স্বাধীনতার কি সঙ্ঘা দিব?
এতগুলো প্রাণের ঠিকরে পড়া আলো কোথায় রাখব?
শুনতে কি পাও,সেই ভয়াল রাতের বিবমিষা?
দেখতে কি পাও একটি সবুজ দেশের বিভৎস গনধর্ষন?
সে আমার দেশ,আমার বাংলাদেশ,আমার নাড়ীর দেশ,
সেদিন লুঠেরারা আমার মায়ের দেশকে লুটে নিতে চেয়েছিল,
তারা শুষে নিতে চেয়েছিল আমার বাংলা ভাষা,
আমার বাংলা সংস্কৃতি,আমার বাংলায় কথা বলা,কবিতা লেখা,
তুমি কি জানো সেদিন তারা অন্ধকারে একের পরেক গুম করেছিল আমার দেশের সুর্য সন্তানদের সব বাঘা বাঘা যে যার মত সেরা,
তুমি কি জানো তাদের মৃত্যুর সময় একফোঁটা জল নসিব হয় নি,দেওয়া হয় নি তাদের কবর,
তুমি কি জানো তারা আমার বুক থেকে কেঁড়ে নিতে চেয়েছিল অলংকার,আমার সম্পদ,
বিনিময়ে তারা নরখাদক শুধুই বেশ্যাপনা দালালিপনা করে আমাকে বিক্রি করতে চেয়েছিল?
তুমি কি জানো আমার সোনালি ধান,সোনালি ফসল,পাঁটের আশ,আমার সন্তানদের সাফল্য তারা নিজেদের নামে,পাকিস্তানি নামে চালান দিতে চাইত?
তুমি কি জানো তারা বাঙালিকে পাকিস্তানি বানাতে চেত,
তাই আমরা লড়ি,তাই আমরা মরি,
তাই আমরা এ যুদ্ধ করি,
যাকে তোমরা স্বাধীনতার যুদ্ধ বলো,
আমরা জিতেছি এই দিনে,১৬ই ডিসেম্বর,
যাকে তোমরা বিজয় দিবস বলো আর পুরো মাসকে বলো বিজয়ের মাস,
কিসের বিজয় জানো?
আমরা পাকিস্তানি নই,কখনো ছিলাম না,
আমরা বাঙালি আজন্মকাল রব,
আমরা স্বাধীন,কেউ আমাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারবে না,কেউ আমাদের কৃতিত্ব,আমাদের ফসলে ভাগ বসাবে না,কেউ আমাদের ধর্ম-বর্ণ-গোত্র ধরে হাতকড়া পরাবে না,
শিয়াল কুকুরেরা আর ঘরে আসবে না,
এই সোনার মাটিতে জন্ম নেওয়া প্রতিটা শিশু পাবে বাঙালির পরিচয়,
আমার সোনার বাংলা গাইতে হবে না কারুর কন্ঠরোধ,
আমার দেশের মেধাবীরা হবে না পাচার,হবে না অবলুপ্ত।
কারন আমরা একটি যুদ্ধ করেছি,নয়মাসের,
বিনিময়ে দিয়েছি ত্রিশলক্ষ শহীদের রক্ত,
আমরা দিয়েছি দুই লাখ মা-বোনের সতিত্ব,
আমরা দিয়েছি নয়শত একানব্বই জন বিশিষ্ট,
ছেচল্লিশ বছরে আমরা এগিয়ে গেছি মনে নিয়ে প্রত্যয়,এখনো রয়েছে অনেক স্বপ্ন অবশিষ্ট,
আমরা করেছি একটি স্বাধীনতার যুদ্ধ,
আমরা জয়েছি একটি স্বাধীনতার যুদ্ধ,
আমরা এনেছি একটি দেশের স্বাধীনতা,
এবং সেদিন হতে দেশটি হলো আমাদের স্বদেশ আমার গৌরবের বাংলাদেশ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

Biday
১৯-১২-২০১৮ ০৩:১৯ মিঃ

মনমুগ্ধকর

Nancy
১৬-১২-২০১৭ ১৪:৪৫ মিঃ

ধন্যবাদ #ফাইয়াজ_ইসলাম_ফাহিম

Faiyaj
১৬-১২-২০১৭ ১১:৪৫ মিঃ

দারুণ!