অমানুষ
- প্রবীর রায়
ভাবনারা আজ কামের বশে,ধর্ষণ যেন মজার খেলা,
শিক্ষাগৃহে বাসভূমিতে, ধর্ষক মাতে তিন বেলা।
ছোট্ট শিশু হাটতে শিখেছে,লোভীর জিভে লাল ঝরছে,
বীর্য ছোটে তীব্র বেগে,উতলা মেটাতে সুযোগ খুঁজছে।
আদর,প্রেম,স্নেহে ধর্ষণ, কু কামনায় উষ্ণ ছোঁয়া,
মনের কলুষ বাতাসে মেশে,মনুষ্য হৃদে বিষফল বোয়া।
সভ্য ধরাই খাদকের দল,চামড়ায় লুকানো ভণ্ডের কল,
গোপনে,প্রকাশ্যে,ছবি,মুভিতে,অ্যাসিড মেশানো দুর্লভ জল।
ভ্রূণ আজ গর্ভেও ভীত,নেকড়েরা শূন্যে গন্ধ শুঁকছে,
নারীর দেহে পুরুষ সম্পন্ন,স্ত্রী,মা,বোন,বন্ধু ধুঁকছে।
এঘর,ওঘর সবই হারায়,যাকে ঘিরে সৃষ্টি সমাজ,
মানুষ কেন অমানুষ আজ,নামটি ব্যর্থ বাস্তবে পিশাচ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।