মনুষ্যত্ব
- প্রবীর রায়
মানুষ আজ বন্যেরো অধম,শক্তিতে সব ভোলে,
খিদের কাতরে উদর জাঁকড়ে,শিশু মাতৃ কোলে।
দেশে আজ মনুষ্যত্ব মূল্যহীন, গিরগিটি রূপ বদল,
পতিত মরছে রক্ত খুইয়ে,বিবেক পাপেতে অটল।
চাষির শ্রমে কৃষিতে মন্থন, কৃষকের তবু মরণ,
ফায়দার আকাশে নক্ষত্র পিঁপড়ে, ছায়াপথে করে গমন।
মাঠে কঙ্কাল শূন্যে ধূলি,কলি সভ্যতার মূলছবি,
অন্যায়ের তরে প্রহরী কলম,বিশ্বের নির্ভীক কবি।
ধিক্কার মশাল নবীন হাতে,সমাজ কুঁড়িতে গলদ,
একতা অমিল গোপনে কিল,স্তব্ধ সংগ্রাম নদ।
সুখ,উন্নতিই গ্যাজেট বিজ্ঞান, ফ্রি ডিজিটাল দিগন্তে,
অনাহার,লাচার সমাজ অভিশাপ,নিখোঁজ তারা দৃশ্যান্তে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।