মন বেদনা
- প্রবীর রায়
জীবন সাগরে ভেসেই চলেছি,থামাবার কেহ নাই,
উত্তাল ঢেউ মাতাল বায়ু,বোঝাবার সুজন নাই।
হাজারো স্বপ্ন নয়নে অভাগার,ঘুরছে দেবতা খোঁজে,
অশ্রুপূর্ণ আঁখি, জ্ঞানশূন্য পথ,সভ্যতা আলো বোজে।
দেখছে জনতা ভানের ছলে,ছাতিতে আগলেনা কেউ,
আঘাত হানে স্পর্শে এলেই,অস্বচ্ছতা চাঁদে বিকিলেও।
জমিন,আসমান, বজ্র,কম্প,বিলুপ্তে জ্ঞানের বাণী,
সভ্য ইতিহাস দালানে চাঁপা, টিকেছে বিকলাঙ্গ ভানি।
ঘৃণার থুতু রুমালে গোঁজা, লাশের বহে ধারা,
অর্থ খুইয়ে অর্জিত জ্ঞান,মূর্খের ছায়া মাড়া।
নিজেই নিজেরে প্রশ্ন করি,আমি কি মানুষ নই ?
তবে কেন বেদনার ডালি,অচ্ছুত,জঞ্জাল,হারামি কয়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।