দেশপ্রেম
- ফয়েজ উল্লাহ রবি

মাদ্রাসার ছেলেদের গায়ে জাতীয় পতাকা !
ওরা কি দেশকে ভালোবাসে ?
"দেশকে ভালোবাসার ঠিকাদারি চেতনাধারিদের হাতে" ।
রাজাকার মানে "দাঁড়ি-টুঁপি" মুক্তিযুদ্ধাতো কভু নয়
জঙ্গীর কারখানা মানে "মাদ্রাসা" !
স্কুল-কলেজে জঙ্গি নাহি হয়।
ইদানিং পতাকায় ঢেকে নেয় মন্দ লোকের চেহারা
সাধু সাজে ! ভুয়া সার্টিফিকেট ! উৎকোচ গ্রহণে চ্যাম্পিয়ন তাহারা ।
"মুক্তিযোদ্ধ হতে চলেছে মাল্টিন্যাশানাল কোম্পানি
অথচ, মুক্তিযুদ্ধা টানছে জীবনের ঘানি।

১৭ ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।