হে দেবী একটু দেখা দাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে দেবী তুমি কি হবে মোর
মনের রাজলক্ষী,
তোমাকে দেখার জন্য গান গায় না
মন রাজ্যের পাখ- পক্ষী?
.
হে দেবী তোমাকে দেখার জন্য
মন কুর্দন করছে,
মন রাজ্যের প্রজারা বিক্ষোভ করছে
আমার মনের রাজ্য জুড়ে অশান্তি?
.
হে দেবী একটু দেখা দাও
নাসিকার দীর্ঘশ্বাস,
এ্যালভিলাস শূন্য
তবু এ মন তোমায় দেখার করে আশ।
.
হে দেবী একটু দেখা দাও
আমার মন রাজ্যের
শান্তি - শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসো
এভাবে আর নিশ্চুপ থেক না........


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-১২-২০১৭ ১৮:০২ মিঃ

.
হে দেবী একটু দেখা দাও
আমার মন রাজ্যের
শান্তি - শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসো
এভাবে আর নিশ্চুপ থেক না....