যশোহর কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে যশোহর কন্যা তুমি কি হবে
মম প্রেম সরোবরের কুবলয়,
তোমার জন্য প্রেম সরোবরে
চলছে প্রলয়।
.
কুত্রাপি পেলাম না কুবলয়
মম প্রেম সরোবরে
চলছে প্রলয়, তুমি কি করবে তা লয় ?
.
হে যশোহর কন্যা
করো নাকো কাল ক্ষেপণ,
প্রেম সরোবর তোমায় ভাবে
অনেক আপন?
.
কোন খাঁই নেই তোমার প্রতি
তুমি তো করতে পারো তা প্রতীতি,
প্রেম সরোবরের অভিলাষ
তোমায় কুবলয় বানিয়ে
পাহারা দিবে বার মাস।
.
হে যশোহর কন্যা খাঁদাবোঁচা
বানিও না মোরে,
তোমায় কুবলয় বানাব বলে
বারংবার ঘুরি তোমার দ্বারে?
.
হে তিলোত্তমা যশোহর কন্যা
কুবলয় হয়ে জলদি এসো
প্রেম সরোবরে,
তুমি ছাড়া কেউ নেই
এই পৃথিবীর তরে?
.
.
রচনাকালঃ
২১/১১/২০১৭ খ্রিষ্টাব্দ
৭:৪৪-৮:০৫ রাত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২২-১২-২০১৭ ১৮:৪০ মিঃ
কোন খাঁই নেই তোমার প্রতি
তুমি তো করতে পারো তা প্রতীতি,
প্রেম সরোবরের অভিলাষ
তোমায় কুবলয় বানিয়ে
পাহারা দিবে বার মাস।
.

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।