বাবা যাস নে ঢাকা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বাবা যাস নে ঢাকা
পিঠেপুলি খেয়ে যা,
তুই ছাড়া আর আমার
আছে বা কে'বা?
.
বাবা যাস নে ঢাকা
পরশুদিন যাস,
এই দুইদিন থাক
মোর আশ- পাশ।
.
বাবা যাস নে ঢাকা
ও মোর মানিক- রতন,
ঢাকা গেলে তোরে
কে করবে এমন আদর - যতন।
.
বাবা যাস নে ঢাকা
তুই ছাড়া বাড়ি লাগে ফাঁকা,
কেমন করে থাকব
বড্ড যে আমি একা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-১২-২০১৭ ১৯:২৭ মিঃ

তুমি কবে পাগল হবে সেই আশায় আছি
তাই তোমার মনের আঙ্গিনায়
তিড়িংবিড়িং নাচি,
তুমি কবে পাগল হবে
করবে আমায় আদর
সেই আশাতে মনটা আমার হয়ে আছে কাতর?