নির্মলেন্দু ফিচারিং দন্তস্য (তোমার চোখ এত লাল কেন, সামার ভার্সন )
- দন্তস্য সিফাত
নির্মলেন্দু ফিচারিং দন্তস্য
(তোমার চোখ এত লাল কেন, সামার ভার্সন )
আমি বলছি না এসি'র হাওয়া দিতেই হবে , আমি চাই
কেউ একজন আমায় হাতপাখায় বাতাস করুক,
শুধু গরমে সিদ্ধ হওয়া কমিয়ে দেবার জন্য ।
নিজের ঘাম মুছতে মুছতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না এয়ারকুলার দিতেই হবে, আমি চাই
কেউ আমাকে ফুঁ দিক । আমি শাড়ির আচল দিয়ে
আমার ঘাম মুছে দিতে বলছি না,
আমি জানি, এই নারী নেতৃত্বের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার ট্যাং লাগবে কি না, বরফ লাগবে কি না,
লেবুর শরবতের সাথে দুই তিন চামুচ
চিনি লাগবে কি না ।
চামুচ দিয়ে নাড়া আমি নিজেই দিতে পারি ।
আমি বলছি না এসি'র হাওয়া দিতেই হবে , আমি চাই
কেউ একজন আমায় হাতপাখায় বাতাস করুক
কেউ আমাকে ঠাণ্ডা পানি দিক,
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার কপালে এত ঘাম কেন ?’
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।