উত্তর কবিতা
- ফয়েজ উল্লাহ রবি

শর্ট স্কার্ট লাল ব্রা কালো প্যান্টি
কবি - প্রনব মজুমদার (ভারত)

শর্ট স্কার্ট লাল ব্রা কালো প্যান্টি
ভাসছে জলে
ধ্বস্ত শরীর তলিয়ে গেছে গভীরে--
পরের দিন হেডলাইন 'বিদেশিনী ধর্ষণ......'
পড়েই
কাগজটা সরিয়ে রাখে দেশী লোকজন
ভাব টা যেন
'আমাদের কেউ নয়.........'

ব্রেকিং নিউজের ছোকরা রিপোর্টার হতবাক
ভাবছে
হায় হায়!হায় হায়............

*** উত্তরে আমার লেখা-

বাস্তব যখন হয় গো এমন
হচ্ছে যে আজ তাই !
বিন দেশে মোর মা-কন্যা
ওদেরও কেউ নাই ।
কোথায় খুঁজে ফিরি আমি
ভালো লোকের সন্ধান !
ভালো মানুষ পাইনা আর
'গরু মেরে জুতা দান' ।
যে পথে দেশ চলছে আজি
সামনে ঘোর আঁধার,
নেবে কে দায়, সভ্যতা ধায়
দোষটা আসলে কার।
করে দেখেও না দেখার ভান
তাতে কী সুখ পান,
নিশ্চয় একাকী ঘরের কোণে
কাঁদে মনো-প্রাণ ।
ঊষার আলোয় আসবে ভোর
তাই খুলে রাখি দ্বোর,
ভালোর জন্য করি অপেক্ষায়
ছেড়ে দিয়েছে ডোর ।

পৌষ ১৪২৪, ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।