সেই কবে...
- ফয়েজ উল্লাহ রবি

সেই পথে যাবো চলে পারবেনা ফেরাতে
কোন মোহ মায়া বন্ধনে পারবেনা বাঁধতে।।
আমার পথ আমি খুঁজে নেবো একাই খুঁজে
ভালো যেটা আমার সেটা আমি নেবো বুঝে।।
পারবেনা ফেরাতে আমায় কোন মায়া জালে
যদিও ভাসি কখনো ফাঁসি দু'চোখের জলে ।।
তুমি তোমার মতো থাকো সুখের সাগরে
যাবো না ভাঙ্গতে স্বপ্ন তোমার সুখের ঘরে।।
আজ রাঙ্গিন দিনে স্বপ্ন দেখাও অন্ধ চোখে
চুপ থাকবো বলে বন্ধ করেছি কথা বলার মুখে ।

পৌষ ১৪২৪, ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।