সু চি
- ফয়েজ উল্লাহ রবি - রক্তে ভেজা আরাকান
শান্তির দূত সুচি এখ্ন
অশান্তিরই কারণ,
অট্ট হেসে গণহত্যায়
শোনেনা তো বারণ।
আরাকানে হাজার বছর
ছিল ওদের বাস,
আগুন আর জলে মারছে
ভেঙ্গে চুঁড়ে আবাস।
নাফ নদীটা রক্তে ভেসে
ভাসছে কতো লাশ,
দাফন-কাফন হয়নি ভাগ্যে
হচ্ছে যে সর্বনাশ।
নীড়হারা আজ রোহিঙ্গারা
ছিল ওদের রাজ্য,
কেন সর্বশঃ কেঁড়ে নিলে
ধরবে কতো ধৈর্য্য।
বিশ্ব বিবেগ ঘুমিয়ে আছে
নাকে দিয়ে তেল,
সাম্রাজ্যবাদের রাজনীতির
চলছে বড় খেল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।