ব্য ব ধা ন
- ফয়েজ উল্লাহ রবি

ভোর যদি হয় রাতের শেষে দুঃখের শেষে সুখ
কান্না যদি শেষ হয়ে যায় সুখে ভরে বুক।
নীড়ে ফিরে পাখি বেলা শেষে, মানুষ খুঁজে ঘর
ভুল বুঝে কেউ ভুলের সুরে আপন করে পর।
ফুল ফুটে আর ঝরে; ছড়ায় ঘ্রাণ বুকে নিয়ে কাঁটা
ভালবাসার থাকেনা বাঁধন(আটুট) অবিশ্বাসে সর্ম্পকে ভাটা।
নদী গিয়ে মিশে সাগরেতে জলে-জলে করে খেলা
হাসি মুখে দূর করে ব্যবধান কাটবে প্রেমে বেলা।


জুন-ডিসেম্বর ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।