অতি পরিচিত গল্প
- নাহিদ সরদার
অতি পরিচিত গল্প এক
মো: নাহিদ সরদার
আয়নার সামনে দাঁড়ায়ে নিজেই পরখ করে নিল সুগঠিত নিতম্ব তাঁহার,
এক ফাঁকে দেখে নিল পদ্ম নাভি,
নীল শাড়িতে মানিয়ে কপালে পরেছে নীল টিপ
নীল টিপ,নীল শাড়ি সব আছে ঠিকঠাক,
রিকশা থামিয়ে কিনে নিল
পাঁচ টাকার গোলাপ,
ছেলেটার জন্মদিনে মেয়েটার অসামান্য গিফট হবে ভালোবাসি।
পাঁচ তারকার হোটেলে দুইটা রুম,
একটাতে মোমবাতি আর কেক
অন্যটাতে মদ,গাজা, পিল।
সবিশেষ চিত্র
মোমবাতি জ্বলেনি
কেকটা কেটেনি
শূণ্য মদের গ্লাস
জোর করে পুরে দিল পিল মেয়েটার গালে।
এখন একটা দেহ পড়ে আছে পাশে একটা গোলাপ।
গোলাপটা বিশ্বস্ত হওয়ার আগেই লুটিয়ে গেল মেঝে।
রক্ত গড়িয়ে পড়ল বারন্দায় বরান্দা থেকে মেঝে মেঝে থেকে আয়নার সামনে যেখানে মেয়ে দেখেছিল নিজেকে
এতক্ষনে রক্ত কালো হয়েছে
এদিকে ছেলেটি অপেক্ষা করছে আরেকটি গোলাপ আরেকটি খুন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।