সব শালা শুয়োরের দল
- নাহিদ সরদার
সব শালা শুয়োরের দল
মো: নাহিদ সরদার
হুঁ -হুঁ করে বেড়ে চলেছে শকুনের দল
একদম চোখের সামনে।
এ সমাজ চেয়ে আছে,পিতা-মাতা চেয়ে আছে, কবি ও কবিতা চেয়ে আছে,
রাত্রি হলেই গলির মোড়ে জমানো সব শুয়োরের দল বেড়ে ওঠে
ঘুমন্ত নেকড়ের মতো ঝাড়ি দিয়ে জেগে ওঠে পশুত্ব
তারপর মেতে ওঠে নষ্ট খেলায়,
উপসংহার,দেখে ও দেখিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।