বন্ধুু ও স্মৃতি কথা
- নাহিদ সরদার

বন্ধুু ও স্মৃতি কথা
মো: নাহিদ সরদার

এটা কোন তুই রে?
তুই কি সেই প্রথম বেলার
চকস্লেটের তুই
নাকি মাটির স্লেটে খেলতে থাকা চু- কিত কিত -চুই।
তুই কি আমার ফেলে অাসা চাড়া খেলার কিল
নাকি বিকেল আলোয় জমাট বাঁধা কানামাছির বিল।
আচ্ছা! তুই কি আমার
বইয়ের মাঝে লুকিয়ে রাখা শুকনো কিছু ফুল
নাকি ছোট বেলার সেই মেয়েটা
যার ববকাটিং- এর চুল।
তুই কি আমার দলছুট সে এক্কাদোক্কা বিকাল,
নাকি সুখকূলে সে মাঠের আগায় ডাংগুলি এক সকাল।
তুই কি আমার ফুল খেলা সেই হাতের উল্টাপিট
নাকি মায়ের হাতের জুতার ফিতার চিরঞ্জীবী গিট
তুই কে রে আমার?
তুই কি আমার দেলভিটার সেই জোড়ছাড়াছাড়ি খেলা
নাকি ফেলে আসা অতীত সুখের বেলা।
দেখতে পেলাম চেনা মুখের হাসিটা আমি যেই,
অমনি আমি বুঝে নিলাম
পলক ছেড়ে দেখতে পেলাম
তুই যে আমার ছেলেবেলার এক বন্ধুুটি সেই।
২৫/১২/ ২০১৭ সোমবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।