পরকীয়া
- নাহিদ সরদার
পরকীয়া
মো: নাহিদ সরদার
এ যেন সে কার নষ্ট হাত বিঁধে যায় রাত জাগা ক্লান্ত আমার শরীরে,
দিল ছিঁড়ে তুলে আনে যত সব পূন্য
পাপি কিছু বাক্য পড়ে থাকে বুকের উপরে
প্রচন্ড রকম নগ্নতায় মেতে ওঠে যাবতীয় শূন্য।
পরকীয়া কিছু শব্দ খুলে নেয় আমার সমস্ত দেহ
তারপরে একেক করে দেখতে থাকে স্তন নিতম্ব নাভি
আমি হয়ে উঠি একটা যুবতী নদী এবং
দ্বিতীয় বারের মতো গর্ভবতী হয়ে ভাসাই সুশান্ত ফসলের মাঠ,
পরিশেষে একটা
অভিশাপ্ত জীবন নিয়ে মরব মরব করে বেঁচে থাকি।
১৭/১২/২০১৭
রবিবার, সকাল, ৭:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।