একটা মৃতমুখ মানবিক করে তোলে
- নাহিদ সরদার

একটা মৃতমুখ আমাকে মানবিক করে তোলে
মো: নাহিদ সরদার
একটা মৃতমুখ আমাকে মানবিক করে তোলে
অজ্ঞাত লাশটা দেখে কেঁদে ওঠে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ,
কই!
তখন কেউতো বলেনা কেঁদনা
এই লাশ মুসলমানের
কেউতো গালি দিয়ে বলেনা- কেঁদনা
এই লাশ মালায়নের অথবা এই লাশ বৌদ্ধ ও খ্রিষ্টানের।
আসলে মৃতের মুখ দেখলেই আমরা হয়ে উঠি পরিপূর্ণ একটা মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।