মঞ্চ - ৩
- নাহিদ সরদার

মঞ্চ - ৩
মো: নাহিদ সরদার

মঞ্চ প্রস্তুত হয়েছে
পরপর সাজানো রয়েছে অতিথিদের চেয়ার।
বিকাল তিনটা হলে, শুরু হবে অালোচনা
সামনে শ্রতার আসনে বসে আছে দু-তিনজন সমাজ কর্মী
ধীরে ধীরে সময় গড়িয়ে যায়
শূন্য চেয়ার রয়েছে পড়ে অপূর্ণতার ভয়ে।
তারপরে - তাঁরা, অতিথি ও শ্রতা আসেনি
কারণ আলোচনার বিষয়
" ভালো হতে হলে ভালো মানুষের সাহচর্য লাগে"।
পরিশেষে সাজানো মঞ্চ থেকে নামান হলো ব্যানার
তরপর সরানো হলো শ্রতার আসন।
এখন শীতের বিকাল
মেঘমুখে গোমড়া আকাশ
তবুও বৃষ্টি হয়নি
যদি হতো তবে ভালো হতো
হয়তোবা কেউ কেউ পেয়ে যেত অজুহাত।
৮/১২/২০১৭, শুক্রবার, বিকাল: ৪:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।