কারুকাজ
- নাহিদ সরদার

ইহা কার কারুকাজ
এখানে আছে
প্রচুর প্রেমের সাজ।
এখানে আছে ভালোবাসার প্রাথমিক আলাপন
আমাকে জড়ায়ে আছে তাঁর শৈল্পিক দাফন
আমিতো মরেছি প্রেমের সে ফাঁদে
সে ছাড়া আর কেউ না অামাকে সাধে।
এখানে আছে ভালোবাসার প্রাচুর্য প্রচুর
সে এক মহিমান্বিত স্বপ্নচুর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।