মুজিব ও প্রকৃতি
- নাহিদ সরদার
মুজিব ও প্রকৃতি
মো: নাহিদ সরদার
স্থির সৌন্দর্য নিয়েছে দেবদারু গাছ
কাছে গিয়ে প্রশ্ন করি - সে কার তর্জনী?
নিরুত্তর দেবদারু শিশিরে স্নান সেরে রয়েছে চুপ।
আমি ছুঁটে যাই হেমন্তের মাঠে
ভুঁই ভরা সোনাঢালা ঢল দেখে বলি
এ কিসের ঢল?
নিরুত্তর ধানেরা ধার ধারেনা
প্রণাম করেছে কৃষকের পায়।
হেমন্তের ধান ফেলে ছুঁটে যাই
সুন্দরীর ঠোঁটে
যেখানে সুন্দর নামে বিস্তার করে আছে সুন্দরবন,
শুনি নদী ও বাঘের বজ্রমিশ্র ধ্বনি।
আমি চেঁচিয়ে বলতে থাকি
এ ধ্বনি কার এ ধ্বনি কার?
গাছে গাছে ঘা লেগে ফিরে আসে প্রতিধ্বনি
কোনো উত্তর পাইনা,
চোখ রাখি ইতিহাসের পাতায়
সাত মার্চ সোনালী সকালে
খুঁজে পাই সেই তর্জনী কার
খুঁজে পাই সেই বজ্রমিশ্রধ্বনি কার
খুঁজে পাই সেই সোনাঢালা ঢল কার।
২৬/১১/২০১৭
রবিবার, সন্ধ্যা, ৭:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।