পরিত্যাজ্য মসজিদ
- নাহিদ সরদার

পরিত্যাজ্য মসজিদ
মো: নাহিদ সরদার

মহল্লার মসজিদ ঘিরে বেড়ে উঠে বুনো কাঁটা
ওরা বিঁধে যেতে চায় প্রার্থনার বুকে
ওদের বিরক্তি ভরা জ্বালায় সরে গেছে নিয়মিত মোসাল্লি
খাঁ,খাঁ, অাল্লাহর ঘরে এখন উটের সোয়াব নিতে ছুঁটে আসেনা ইমান,
মনোরম মশগুল নিজ নাম জপে।
বুনো কাটা যদি বিঁধে যায়
জমান সম্মান ফের যদি গিলে খায়।
ফুঁড়ানর আগেই নিয়েছে ফুঁড়ে বুক
ব্যাথার আগেই ঘামে ভিজে গেছে মুখ।
যারঘর সেই সামলাবে বলেছে অকাল,
জায়নামাজে ঘষতে থাকা সেই তিলক কপাল।
মহল্লার মসজিদে আযানের সুর নেই আর
এখানে রয়েছে জমে শেয়াল কুকুরের বিস্তার।
এইখানে প্রতিদিন জিতে যায় জিদ
পড়ে আছে তাই, পরিত্যাজ্য মসজিদ।
২৫/১১/২০১৭
শনিবার, সন্ধ্যা, ৫:৩০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।