যদি খ্যান্ত দেয় প্রযুক্তি আঙুল
- নাহিদ সরদার
যদি খ্যান্ত দেয় প্রযুক্তি আঙুল
মো: নাহিদ সরদার
চল, দলছুট বিকেলের গায়ে যাই
না হয় আজকে আমোদে আমোদ খাই
চল যাই ঘুরনচোটির মাঠে
যেখানে বিকেল ঠোঁট নিয়ে আলো চাটে
জোড় হই জোড় ছাড়ি
দিয়ে একাকিত্বে আড়ি
ইটের উপরে রাখি সাতচাড়া
গোল করে ঘুরে ঘুরে হোক হাতছাড়া।
ছুটাছুটি করি, পালিয়ে বেড়াই ঝোপঝাড় খুঁড়ে
ভালো লাগা উঠে আসুক শরীর ফুঁড়ে।
নিতু তুই নিয়ে আয় ডাংগুলি সকাল
আমাকে করেছে একা- প্রযুক্তি অকাল
দুলু দুপুরের দরজাটা ভেঙে ফ্যাল,
বিকেলের আলো খুলে ঝুমুরঝুমুর খ্যাল।
অই দ্যাখ দুরন্ত দক্ষিণা যায়, তিল গাছ ছুঁয়ে
ঘাসের তোষকে ভুঁই গেছে ছেয়ে।
জানালার জ্বালা খুলে চলতো পালাই
হাতে নিয়ে ঘুড়ি আর একটা লাটাই।
হৈম, হিম হিম শীতে তুলে আন শিশিরের ফুল,
যদি খ্যান্ত দেয় তবে প্রযুক্তি আঙুল।
১৯/১১/২০১৭
রবিবার, সন্ধ্যা, ৫:০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।