গোল আকৃতির বেড়া
- নাহিদ সরদার

গোল অাকৃতির বেড়া
মো: নাহিদ সরদার

আমার গায়ে আতুরে লোম
খোলা আছে জানালা দরজা
পৃথিবী দেখার ইচ্ছা আছে- পাখা নেই।
সামনে রাখা আপেল কমলার ঝুড়ি,
জিহ্বারা চেনে না কার কি স্বাদ।
এখন পাখাভরা গজান লোম
উড়ে যেতে পারি যেথায় - সেথায়,
দেখে নিতে পারি অজানা অধ্যায়
আপেলের স্বাদ জানে জিহ্বা
কেবল পৃথিবী আপেল কমলা নেই ?
কিছু খুদ খুড়ো পানি আর চারিদিকে গোল আকৃতির বেড়া
তার ঠিক মাঝখানে আমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।