দেখা হলে বলে দিস
- নাহিদ সরদার
দেখা হলে বলে দিস
মো: নাহিদ সরদার
গেলে ক্ষণিক আমায় ছুঁয়ে
গোলাপ লাগাই মনের ভুঁইয়ে
কেমন আছে প্রশ্ন করিস
সত্যি আমি ভালো নেই
দেখা হলে বলে দিস।
চোখ রাখতে আমার চোখে
আকাশ হতাম বুকে,
সে এহন কিরাম বড়, প্রশ্ন করিস
আমি কলাম সেইরম আছি
দেখা হলে বলে দিস।
তার ব্যথাতে ছিলাম রোজা
চোখ সরালি একটু খোঁজা
সে কি আর আমায় খোঁজে- প্রশ্ন করিস,
চোখ পাতিছি পথের আগায়
আসবে ফিরে সেই আশায়।
দেখা হলে বলে দিস।
তাঁর না খাওয়াতে হয়না খাওয়া
তারঁ চাওয়াতেই চাওয়া
খেয়েছি কি'না - সে ? প্রশ্ন করিস,
আমি কিন্তু রোজা আছি
দেখা হলে বলে দিস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।