অমূলক
- নাহিদ সরদার

অমূলক
মো: নাহিদ সরদার

সেই চকস্লেটের জীবন,
তোর স্লেটে একে দিতাম সরস্বতী ও মন্দির
আর আমার স্লেটে তুই একে দিতি টুপি পরা লোক ও মসজিদ।
আমাদের গালের উপরে মোজ অথবা দাড়ি ছিলনা তখন,
দুজনের এক জামা এক প্যান্ট।
আমি কতবার আযানের সুর শুনে উঁকি দিছি
তুইও ঠাকুরের মন্ত্রপাঠে মুগ্ধ।
সেই চল্লিশ বছর আগে তুই ছিলি ভাই
আজও আছিস,
এইতো তোর নাভি সমান দাড়ি
আর আমার লম্বা একটা ধূতি ,
অনেকদিন পরে তোর বুকে বুক
বললি, কেমন আছিস?
বাইবেল কোরআন না বেদ জানিনা
বুকে বুক লেগে আছে তাই সুখ।
এখানেই ভালো আছি
জানিনা কোন গ্রন্থে বেশি জোর অথাবা দ্যুতি
জানতে ও চাইনে।
যে প্রশ্ন বুকে বুক দিতে দেয়না
যে প্রশ্ন তীর ছুঁড়ে ভালোবাসার বুকে
যে প্রশ্ন এঁকে দেয় বিভেদ রেখা
থাকনা সে- অমূলক, চোখের আঁড়ালে।

৭/১১/২০১৭ মঙ্গলবার


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।