সোনামুখ
- নাহিদ সরদার
সোনামুখ
মো: নাহিদ সরদার
ওদের বক্ষভরা জেদ
ওরা লক্ষ্য করে ভেদ
ওরা পরিব্রাজকের বেশ
ওদের বিশ্ব হলোই দেশ
ওদের প্রজাপতির ডানা
ওরা ভুল পথেতে কানা
ওরা সত্য করে খোঁজ
ওরা দুঃখের ঘরের ভোজ
ওরা অগ্নি পাতার বাঁশি
ওরা সুখস্লেটের হাসি।
ওদের বিশ্বময়ে মায়া
ওরা শান্ত মেঘের ছায়া
ওরা সুখ শালিকের গান
ওরা বাংলাদেশের মান,
ওরা ঘরকুনো নয়- উন্মুখ
ওরা বিশ্বজয়ে উৎসুক
ওদের এক বুকেতে বুক
ওরা সূর্য সোনামুখ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।