ফিরিয়ে দেও
- নাহিদ সরদার

please ফিরিয়ে দেও
---------------------------
নামাজ শেষে বসিনি কোনোদিন মোনাজাতে
আমাকে দিয়েছো যেটুকু তাতেই আমি খুশি
তাই চাওয়া হয়নি
আজ চাইছি তোমাতে প্রভু
আই, সি, ইউ'তে যে পড়ে আছে
তাঁকে ফিরিয়ে দাও
নামাজের পাটিতে চোখের পানি পড়েনি আমার
শুঁধু ওর অনুপস্থিতি এনে দিল কিছু জল।
যেখানে রেখেছো তাঁকে সেখানে মানয় না -সে
সে মানায় সজ্জিত পোশাকে সেনাদের কাতারে
সে মানায় কবিতার আসরে
সে মানায় প্রতিদিন নামাজের বিছানায়
সে মানায় মায়ের আঁচলে পাতা রোদবৃষ্টি সকালে।
দ্যাখো, শূন্য ক্যানভাসে তুলির আঁচড় পড়েনি অনেকদিন
সকলের চেয়ে লম্বা ছেলেটা চোখে দেখিনি অনেকদিন
ও প্রভু! কেন দ্যাখোনা তুমি?
ওর বন্ধুরা বিষাদ বেদনায় কাতরায়
রনি, রানারা, রানারের মতো ছুঁটে চলেছে এ বাড়ি সে - বাড়ি
বন্ধুকে ফিরে পেতে তাঁদের রাত্রি দিন এক করেছে
ঐ দ্যাখো,
উঠোনে গড়াগড়ি করে বোনের আদর
মায়ের শূন্যকোলে বাজান বাজন বুলি
ও প্রভু, আর কতবার বললে, তুমি ওকে দেবে?
ছোট্ট শিশুটা ফেরত চায়
এ পাড়ার সে পাড়ার সকলেই ফেরত চায়
তুমি ফিরিয়ে দেও
আমি বারেবারে বলছি
যেখানে রেখেছো তাঁকে
সেখানে মানায় না -সে।
যদি ওকে না পায় ভোরের সকাল
এ পাড়ার অনেকেই নামাজেরপাঠি গুছিয়ে নেবে
মন্দিরে ঘন্টা বাজাতে ভুলে যাবে
ও প্রভু ওকে ফিরিয়ে দাও please.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।